উত্তরবঙ্গ সহ জলপাইগুড়িতে চলছে পেট্রোল পাম্প ধর্মঘট (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ ফেব্রুয়ারি’২৪ : গোটা উত্তরবঙ্গের পাশাপাশি জলপাইগুড়িতেও চলছে পেট্রোল পাম্প ধর্মঘট। বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ রয়েছে পেট্রোল পাম্পগুলো। এর‌ ফলে পেট্রোল পাম্পে এসে তেল‌ না পেয়ে সমস্যায়‌ পড়েছেন অসংখ্য গ্রাহক‌।

গত পঞ্চায়েত নির্বাচনে ভোটের ডিউটিতে‌ আসা কেন্দ্রীয় বাহিনীকে তেল দিয়েছিল পাম্প মালিকরা। অভিযোগ, বিগত পঞ্চায়েত নির্বাচনের সময়কার ১৯ কোটি টাকা পাওনা এখনও মেটানো হয়নি। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন।

Petrol pump strike is going on in Jalpaiguri along with North Bengal

এজন্য অবিলম্বে আগের বকেয়া মেটানোর দাবিতে ২৪ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোল পাম্পগুলোর মালিকপক্ষ। নর্থ বেঙ্গল পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশনের ডাকা পেট্রোল পাম্প ধর্মঘটে ব্যাপক সাড়া পড়েছে এদিন। যদিও পাম্প‌ বন্ধ থাকায় খুব‌ই সমস্যায় পড়েছেন বাইক ও ছোট‌ গাড়ি‌ চালক‌রা। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরাও। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়িতেও পেট্রোল পাম্পগুলো বন্ধ রাখা হয়েছে। আজ সারাদিন ধরে সমস্ত পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। পেট্রোল পাম্প বন্ধ থাকায় পাম্পে এসে তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। সমস্যায় অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে যাওয়া মানুষজনেরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *