কাঁকিনাড়ায় গঙ্গাবক্ষে সন্ধ্যা আরতিতে পুণ্যার্থীদের ঢল

বিশ্বজিৎ নাথ : প্রতি বছরের মতোই এবছরও কাঁকিনাড়া গঙ্গা আরতি সমিতির উদ্যোগে কাঁকিনাড়া গঙ্গার ঘাটে গঙ্গা আরতির আয়োজন করা হয়েছিল। শুক্রবার সন্ধেয় অলোক সজ্জায় সজ্জিত গঙ্গাবক্ষের মনোমুগ্ধকর পরিবেশে গঙ্গা আরতিতে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছিল। বেনারস থেকে পুরোহিতরা গঙ্গা আরতিতে সমবেত হয়েছিলেন। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ছাড়াও উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা শাখার অধ্যক্ষ স্বামী প্রদীপ্তানন্দজী ওরফে কার্তিক মহারাজ, ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং-সহ বিশিষ্টজনেরা।

Pilgrims flock to Kankinara for evening aarti by the Ganges

গঙ্গা আরতির অন্যতম উদ্যোক্তা প্রিয়াঙ্গু পান্ডে বলেন, ২০১৪ সাল থেকে কাঁকিনাড়া গঙ্গা আরতি সমিতি কার্তিক পূর্ণিমায় গঙ্গা আরতির আয়োজন করে থাকে। এবছর স্থানীয় পুরসভা এবং প্রশাসনের তরফে গঙ্গা আরতির অনুমতি মেলেনি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল গঙ্গা আরতি সমিতি। অবশেষে আদালতের নির্দেশে কাঁকিনাড়া গঙ্গার ঘাটে তাঁরা গঙ্গা আরতি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *