সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ জানুয়ারি’২৪ : জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে কুড়ি থেকে পঁচিশটি পিচ ভর্তি ড্রাম উদ্ধার করলো সাদা পোশাকের পুলিশ। শনিবার এই অভিযান চালানো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি সাদা পোশাকের পুলিশ এই অভিযান করে।

এই ঘটনার জন্য দুইজনকেও আটক করে সাদা পোশাকের পুলিশ বলে জানা গেছে। বার বার জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। তবে এই সাফল্য অর্জন অনেকটাই সাধারণ মানুষকে রেহাই দিল বলে শহরবাসী মনে করছেন।
