কিবরিয়া হোসেন, ধুপগুড়ি, ২ জানুয়ারি’২৪ : আকাশ ছেড়ে সড়ক পথ দিয়ে চলছে এরোপ্লেন! যে রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার কথা, সেই রাস্তায় চলছে এরোপ্লেন, অবাক করা ঘটনা, যেখানে বিমানবন্দরে বা মাঝ আকাশে ওড়ার কথা এরোপ্লেনকে । তবে এবার অন্যরকম চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়! এবার কোন বিমানবন্দর বা মাঝ আকাশে নয়। এবার রাস্তায় দেখা গেল এরোপ্লেন।

সোমবার পয়লা জানুয়ারি সাতসকালে ধুপগুড়ির ঝুমুর সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশেই ট্রলারে করে এরোপ্লেন দেখা গেল। জানা গেছে পরিত্যক্ত এরোপ্লেনটি মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছে কোন এক রেস্টুরেন্ট তৈরির জন্য।

এরোপ্লেনটির মূল অংশ একটি ট্রলারে আর ডানাগুলো অন্য একটি ট্রলারে করে নিয়ে যাওয়া হচ্ছে। যাওয়ার পথে ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন এলাকায় দাঁড়ায় ট্রলারগুলো। আর এভাবে ট্রলারে করে এরোপ্লেন যেতে দেখে তা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে যায় এলাকায়। আর খবর চাউর হতেই দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষের সমাগম হয় ওই এলাকায়।