জলপাইগুড়ি: উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জলপাইগুড়ির সুনীতি বালা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিষাক্ত গোখরো সাপ দেখে চাঞ্চল্য ছড়াল। পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। দ্রুত খবর দেওয়া হয় গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে।

খবর পাওয়া মাত্রই সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুর দাস ও সভাপতি বিনোদ আগরওয়াল বিদ্যালয়ে পৌঁছে যান। সংস্থার সদস্যদের তৎপরতায় উদ্ধার হয় একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ। এরপরই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, শিক্ষাকর্মী, ভেনু ইনচার্জ এবং পুলিশকর্মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
অঙ্কুর দাস বলেন, “পরীক্ষার মধ্যেই এমন একটি বিষাক্ত সাপ দেখে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। আমরা দ্রুত সাপটিকে উদ্ধার করে পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরে ভালো লাগছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাস স্বস্তি প্রকাশ করে বলেন, “গ্রীন জলপাইগুড়ি সংস্থা ও অঙ্কুর দাসকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাঁদের দ্রুত পদক্ষেপে বিদ্যালয়ের সবাই আতঙ্ক মুক্ত হতে পেরেছেন।”
এদিকে, কাউন্সিল ইনচার্জ গৌতম চক্রবর্তী জানান, “শুধু উদ্ধার করাই নয়, সাপ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিদ্যালয়ে বিশেষ শিবির হওয়া প্রয়োজন।”
পরীক্ষাকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনা ভাবিয়ে তুলেছে সবাইকে। তবে গ্রীন জলপাইগুড়ির দ্রুত পদক্ষেপ এই পরিস্থিতিকে সামাল দিতে বড় ভূমিকা নিয়েছে, যা প্রশংসার দাবিদার।