পুলিশ সুপার দপ্তর অভিযান ঘিরে পুলিশ-এবিভিপির ধস্তাধস্তি জলপাইগুড়িতে

Police-ABVP clashes in Jalpaiguri over Police Superintendent's raid

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৭ ফেব্রুয়ারি’২৪ : সন্দেশখালি সহ রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে এসপি অফিস অভিযানের ডাক দিয়েছে এবিভিপি। পুলিশ সুপার অফিস অভিযানকে ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি সংগঠনের সদস্যদের।

মঙ্গলবার জলপাইগুড়ি পুলিশ সুপার অফিস সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এদিন দুপুরে এই ছাত্র সংগঠনের সদস্যরা মিছিল করে পুলিশ সুপার অফিস সংলগ্ন এলাকায় পৌছলে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের কাছাকাছি আসতেই পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি বেধে যায়।

পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও অত্যাচার করেছে বলে অভিযোগ ছাত্র নেতাদের। প্রতিবাদ জানাতে পুলিশের উদ্দেশ্যে সবুজ চুরি ও শাড়ী তুলে দিতে যান abvp সমর্থকরা। একসময় ব্যারিকেডের ওপর উঠে রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে শ্লোগান দেন তারা। পরে রাস্তায় বসে পড়েন।

সংগঠনের পক্ষে দীপ্ত দে বলেন, তারা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিতে এসেছিলেন। কিন্তু পুলিশ তাদের অন্যায়ভাবে আটকে দিয়েছে। এমনকি তাদের ওপর লাঠিচার্জ ও অত্যাচার করেছে। আগামী দিনেও তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *