নেতাজীর স্মৃতিধন্য নোয়াপাড়ায় মিউজিয়াম তৈরি করার দাবি পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৩ জানুয়ারি’২৪ : দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুর স্মৃতিধন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এই নোয়াপাড়া থানা। ইতিহাস বলছে, ১৯৩১ সালের ১১ অক্টোবর বিকেলে নেতাজী জগদ্দলের গোলঘর পার্কে বঙ্গীয় পাটকল শ্রমিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন।

সেদিন তদানীন্তন ইংরেজ সরকারের পুলিশ শ্যামনগর চৌরঙ্গী কালীবাড়ি মোড় থেকে নেতাজীকে আটক করে কয়েক ঘন্টা নোয়াপাড়া থানায় আটকে রেখেছিলেন। প্রশাসনের পক্ষ নেতাজীকে আটকে রাখা কক্ষটিকে সংরক্ষিত করা হয়েছে।

নেতাজীকে স্মরণে রেখে প্রতি বছরের মতোই এবছরও নোয়াপাড়া থানার উদ্যোগে তাঁর জন্ম দিন ঘটা করেই উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে হাজির হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া বলেন,

নেতাজীর স্মৃতি বিজড়িত এই নোয়াপাড়া থানা। তবে এই থানাকে নতুন করে গড়া হয়েছে। আর নেতাজীর স্মৃতি বিজড়িত পুরাতন থানার বিল্ডিংটিকে মিউজিয়াম গড়ে তোলা হবে। সেখানে নেতাজীর সমস্ত নথিপত্র সংরক্ষন করা হবে।

Police Commissioner Alok Rajoria demanded to build a museum in Netaji's memory at Noapara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *