শিলিগুড়ি : অবৈধভাবে বালি পাচারের অভিযোগে রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকোবা ফাঁড়ির পুলিশ সফল অভিযান চালিয়ে ৪টি বালি বোঝাই ডাম্পার আটক করেছে। সেই সঙ্গে তিনজন চালককেও গ্রেফতার করা হয়েছে, যদিও এক চালক পুলিশি ধরপাকড়ের আগে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওদলাবাড়ি ঘিস নদী থেকে কোনো বৈধ নথি ছাড়াই বালি তোলা হচ্ছিল এবং তা পাচারের চেষ্টা চলছিল। গোপন সূত্রে খবর পাওয়ার পর বেলাকোবা ফাঁড়ির পুলিশ তালমা মোড়ে ওঁত পেতে বসে। বালি পাচারকারীরা বুঝতেই পারেনি যে সেখানে পুলিশি অভিযান চলছে।
পুলিশের চেকপোস্টে বালি বোঝাই ৪টি ডাম্পার থামানো হলে চালকরা কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। এরপরই পুলিশ ডাম্পারগুলি আটক করে এবং তিনজন চালককে গ্রেফতার করে। তবে পুলিশের অভিযান টের পেয়ে একজন চালক সেখান থেকে পালিয়ে যায়।

পুলিশের তরফে জানানো হয়েছে যে, অবৈধ বালি পাচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং এই চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কেন এতদিন ধরে অবৈধভাবে বালি পাচার চলছিল? তবে পুলিশের এহেন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে স্থানীয় মানুষ।