জলপাইগুড়ির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধিত করল‌ জেলা পুলিশ

জলপাইগুড়ি : জলপাইগুড়ির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধিত করল‌ জেলা পুলিশ। শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলের কৃতী ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো‌ হয়।

police felicitated students madhyamik higher secondary Jalpaiguri

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান্ডবাহালে‌ উমেশ ‌গণপত সহ বিভিন্ন আধিকারিকরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কুড়িজন‌ কৃতী ছাত্রছাত্রীর হাতে‌ বিভিন্ন উপহার তুলে দিয়েছেন তারা। কৃতী ছাত্রছাত্রীদের আগামীদিনে‌ আর‌ও সাফল্য কামনা করেন জেলা পুলিশের আধিকারিকরা। জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা বলেন, ছাত্রছাত্রীদের কৃতিত্বে আমরা খুবই গর্বিত। আগামীদিনেও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমরা। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আই‌ও‌এস‌ রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার খান্ডবাহালে‌ উমেশ‌ গণপত‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *