জলপাইগুড়ি : ফের বিপুল পরিমানে বিদেশী সিগারেট উদ্ধার করল পুলিশ। শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর মোড়ে অভিযান চালিয়ে একটি কন্টেইনার থেকে এই সিগারেট উদ্ধার করে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আফসার আলি (৩২) মুস্তাকিন আলি (২০) নামে দুই ব্যক্তিকে। এরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। মায়ানমার থেকে সীমান্ত পেড়িয়ে আসাম এবং সেখান থেকেই এই সিগারেট পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে সূত্রের খবর। এদিন দুটি কোম্পানির ৭৫০ ও ৯০০টি বাক্সভর্তি সিগারেট পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে।
