মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে জলপাইগুড়িতেও ফুটপাত জবরদখল মুক্ত করতে পুলিশের অভিযান

জলপাইগুড়ি : ফুটপাত জবরদখল করে ব্যবসা করা যাবে না। জনসাধারণের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য ফুটপাত মুক্ত রাখতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে এ নিয়ে বুধবার সন্ধ্যায় ফের পুলিশের তরফে পদক্ষেপ করা হয়। এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন ফুটপাতে যারা ব্যবসা করছিলেন তাদের সরে যেতে বলা হয় পুলিশের তরফে।

নির্দিষ্ট জায়গাতে দোকান থাকলেও যারা ফুটপাতের উপর বিভিন্ন ব্যবসাসামগ্রী সাজিয়েছিলেন সেগুলোকেও নির্দিষ্ট জায়গায় রাখার নির্দেশ দেওয়া হয়। এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়।

Police operation to free footpath encroachment in Jalpaiguri too

ফুটপাত দখল মুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে খবর। এদিন অতিরিক্ত পুলিশ সুপার সৌভণিক মুখোপাধ্যায় ও আই সি কোতোয়ালি সঞ্জয় দত্ত উপস্থিত ছিলেন অভিযানে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মানুষের যাতে চলাফেরায় কোন অসুবিধা না হয় তার জন্যই এই পদক্ষেপ। সমগ্র জায়গাতেই এই অভিযান চলছে বলে তিনি জানান।

যদিও সাধারণ মানুষের অনেকেই অফ ক্যামেরায় বলছেন, শহরাঞ্চলে তৃণমূলের ভোট কমতেই দলীয় নেতাদের দুর্নীতি, অকর্মণ্যতা ঢাকতে এই লোকদেখানো ড্যামেজ কন্ট্রোল চলছে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *