শিলিগুড়ি: গোপন সূত্রে খবর পেয়ে ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৬১ গ্রাম ব্রাউন সুগার।
সূত্রের খবর, মাদক পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল অভিযুক্ত অজয় শাহ, যা আগেই জানতে পারে পুলিশ। এরপরই মাটিগাড়া বিশ্বাস কলোনির রেলগেট এলাকায় ওত পেতে থাকে পুলিশ বাহিনী। সঠিক সময়ে অভিযান চালিয়ে অজয় শাহকে পাকড়াও করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।

মাটিগাড়া থানার আইসির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পুলিশের অনুমান, শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় মাদক চক্রের সঙ্গে যুক্ত ছিল অভিযুক্ত। কোথা থেকে এই মাদক সংগ্রহ করা হয়েছিল এবং কার কার সঙ্গে তার যোগ রয়েছে, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।

ধৃত অজয় শাহকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে তার রিমান্ড চেয়ে আদালতে আবেদন করতে পারে পুলিশ বলে জানা গেছে। এই ঘটনায় শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের কড়া অবস্থান আরও স্পষ্ট হল বলে মনে করছেন স্থানীয়রা।