জলপাইগুড়ি: সুখানি নদীর ধারে ঘন জঙ্গলের আড়ালে গড়ে উঠেছিল দেশি মদের আস্তানা। শুক্রবার রাজগঞ্জ থানার বেলাকোবা ফাঁড়ির নেতৃত্বে চালানো অভিযানে ভেঙে ফেলা হল ৪টি চুলা, ধ্বংস করা হল ২৮০ লিটার মদ তৈরির মিশ্রণ ও ২০ লিটার তৈরি মদ। উদ্ধার হয়েছে ৮টি অ্যালুমিনিয়ামের হাড়িও।
অভিযানে ধ্বংস হওয়া সামগ্রী দেখে পুলিশ নিশ্চিত, গোপনে বড় পরিসরে মদ তৈরির চেষ্টা চলছিল। এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।