পাচারের আগেই ১২টি উট আটক করল ক্রান্তি ফাঁড়ির পুলিশ

সংবাদদাতা, জলপাইগুড়ি : ক্রান্তি পুলিশের বড় সাফল্য। শনিবার পাচারের আগেই ১২টি উট আটক করল ক্রান্তি ফাঁড়ির পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, ক্রান্তি ব্লকের গোলাবাড়ি মৌজায়, ক্রান্তি পুলিশ ফাঁড়ির তৎপরতায় ১২টি উট পাচারের আগে উদ্ধার করে। এ বিষয়ে ক্রান্তি পুলিশ সূত্রে জানা গেছে, অ্যানিমাল লাভারস থেকে খবর পেয়ে এদিন ক্রান্তি ব্লকের গোলাবাড়ি এলাকা থেকে পুলিশের টিম গিয়ে উটগুলিকে আটক করে। পাচারের ঘটনায় জড়িত ব্যক্তিরা চম্পট দেওয়ায় তাদেরকে ধরা যায়নি বলে সূত্র মারফত জানা গেছে। তবে পাচারের ঘটনায় যুক্ত ব্যক্তিদের নাম ঠিকানা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ক্রান্তি ফাঁড়ি সূত্রে জানা গেছে। এতগুলো উটকে কোথায় পাচার করা হচ্ছিল সেটা এখনো জানা যায়নি। ক্রান্তি ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এতগুলো উট নিয়ে চিন্তিত ক্রান্তি পুলিশ প্রশাসন। রাত্রে যেখানে উটগুলোকে রাখা হয়েছে সেখানে আলো এবং উটগুলোর জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতগুলো উট উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং চারিদিকে খবর চাউর হতে উৎসাহী লোকজন ভিড় করতে শুরু করেছে উট দেখার জন্য। উল্লেখ্য, ইতিপূর্বে এই এলাকা দিয়ে গরু পাচারের ঘটনা ঘটেছে কিন্তু উট পাচারের ঘটনা এই প্রথম বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *