পুজো শেষ হতেই রাজনৈতিক হিংসা; কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষে রনক্ষেত্র চাঁচলের কলিগ্রাম

আমিরুল ইসলাম, মালদা, ২৫ অক্টোবর’২৩ : ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঁচল থানার কলিগ্রামের প্রানসাগরে তৃণমূল ও জোটের সংঘর্ষে রণক্ষেত্র এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হল র‍্যাফ। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী।

সংঘর্ষে গুরুতর জখম চার। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার ভোররাতে তৃণমূলের প্রধান রেজাউল খানের বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। সকালেই প্রধানের অনুগামীরা চাঁচল আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে। ঘটনার সূত্রপাত মহালয়ার দিন। সেদিন বিকেলে কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলিগ্রাম মাঠে ছিল একটি ফুটবল টুর্নামেন্ট। সেই খেলায় বিবাদে জড়িয়ে পড়ে প্রাণসাগর এবং নিমতলা গ্রাম। আর সেই বিবাদের জেরে অষ্টমীর দিন রাতে নিমতলা গ্রামের পক্ষ নিয়ে প্রাণসাগর এলাকায় একটি বাড়িতে তিনটি দোকানে রাতে আগুন লাগিয়ে দেয় প্রধান রেজাউল খান ও তার লোকজন বলে অভিযোগ।

Political violence after Puja;  Congress and Trinamool clash in Ranakshetra Chanchal Kaligram

এরই প্রতিবাদে নবমীর দিন সকালে রাজ্য সড়ক অবরোধ করে পথ অবরোধ করে গ্রামবাসীরা। সেই ঘটনাকে কেন্দ্র করেই বুধবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল মালদার চাঁচলের কলিগ্রাম। কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রের আকার নেয়। দুই তরফে চলে লাঠালাঠি। প্রধানের ছোট ভাই রক্তাক্ত হয়ে পড়ে। প্রধানের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রধানের পক্ষের বেশ কয়েক জন রক্তাক্ত হয় বলে দাবি। কংগ্রেসেরও বেশ কয়েকজন জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র‍্যাফ। আয়ত্তে আনে পরিস্থিত। তবে ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও থমথমে এলাকা। প্রতিবাদে চাচল আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে প্রধানের অনুগামীরা। পথ অবরোধ চললে দুই পক্ষের কর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *