সংবাদদাতা, জলপাইগুড়ি, ৭ জুলাই’২৩ : কোনো টিমের প্রয়োজন থার্ড পোলিং, আবার কোনো টিমের প্রয়োজন ফোর্থ পোলিং পার্সন। এই পরিস্থিতিতে ঘন্টার পর ঘন্টা রিজার্ভ কাউন্টারের সামনে বসে থেকেও পোলিং পার্সন পাওয়া যাচ্ছে না। ভোট কেন্দ্রে যাবার আগে জলপাইগুড়ি সদরের ডিসিআরসিতে এসে শুক্রবার এমনই অভিযোগ তুলতে দেখা গেল ভোট কর্মীদের অনেককেই।

তাদের বক্তব্য, চুড়ান্ত অব্যবস্থার কারণে সঠিক সময়ে ডিসিআরসিতে আসার পরেও ভোট গ্রহন কেন্দ্রে যেতেও দেরি হচ্ছে। যদিও ভোট গ্রহন কর্মীদের এই অভিযোগের বিষয়ে কোন মন্তব্য করা হয়নি জলপাইগুড়ি সদর বিডিওর পক্ষ থেকে। রাতপোহালেই পঞ্চায়েত নির্বাচন। জলপাইগুড়ি জেলার ৯ টি ব্লকে ৯টি ডিসিআরসি করা হয়েছে। যার মধ্যে একটি হলো জলপাইগুড়ি সদর ব্লকের পলিটেকনিক কলেজ। যারা জলপাইগুড়ি সদর ব্লকের বুথ গুলিতে ভোট গ্রহনের কাজ করবেন তারা নিদিষ্ট সময়েই উপস্থিত হয়েছেন বলে দাবি।
এরই মধ্যে রিজার্ভ কাউন্টার থেকে এই অভিযোগ সামনে এসেছে। এদিন ভোট গ্রহন কর্মী জয়ন্ত চ্যাটার্জী বলেন তিনি সেকেন্ড পোলিং অফিসারের দ্বায়িত্ব আছেন। তার টিমের সকলকে পাওয়া গেলেও থার্ড পোলিং অফিসারকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি রিজার্ভ কাউন্টারে জানানো হলেও কোন সুরাহা হচ্ছে না। তাছাড়া রিজার্ভ কাউন্টারে সমস্ত পোলিং পার্সনালদের লাইন থাকলেও এখানে তেমন কিছুই নেই। চুড়ান্ত অব্যবস্থা বলে মন্তব্য করেন তিনি। ভোট কর্মী অভিজিৎ চৌধুরী বলেন বহুবার বলার পরেও তিনি ফোর্থ পোলিং পাচ্ছেন না। এই ভাবে সময় নষ্ট হওয়ার অভিযোগ তোলেন তিনি।