সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ ফেব্রুয়ারি’২৪ : গ্রাহকদের স্বাক্ষর নকল করে কয়েক লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল পোস্ট মাস্টারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার জলপাইগুড়ি শহরের ২০ নম্বর ওয়ার্ডে বামনপাড়া পোস্ট অফিসে উত্তেজনা ছড়াল। পোস্ট অফিসের গ্রাহকরা অভিযুক্ত পোস্ট মাস্টার জিৎ সুরকে আটকে রাখেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়পোস্ট অফিসের সিনিয়র অ্যাসিস্টেন্ট সিনিয়ন পোস্ট মাস্টার।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে কয়েকজনে পোস্ট অফিসের গ্রাহকের স্বাক্ষর নকল করে অভিযুক্ত পোস্ট মাস্টার। শুধু তাই নয় নকল পোস্ট অফিসের পাশ বই করার অভিযোগ উঠেছে পোস্ট মাস্টারের বিরুদ্ধে। এরপর কয়েক লক্ষ টাকা গ্রাহকদের অজান্তে তুলে নেয় অভিযুক্ত পোস্ট মাস্টার।

এদিকে অভিযুক্ত পোস্ট মাস্টার জিৎ সুর নকল স্বাক্ষর করে টাকা তুলে নিয়েছেন স্বীকার করে নিয়েছেন। এদিকে পোস্ট অফিসের গ্রাহকরা জানিয়েছেন, প্রায় ৯ মাস আগে পোস্ট মাস্টার পদে কাজে যোগ দিয়েছিলেন জিৎ। এরপরেই গ্রাহকদের নকল স্বাক্ষর করে টাকা নিয়েছে।

খবর পেয়ে পোস্ট অফিসে পৌঁছান অ্যাসিস্টেন্ট সিনিয়ন পোস্ট মাস্টার। তিনি বলেন,”অভিযুক্ত পোস্ট মাস্টারকে সাসপেন্ড করা হবে। সকলের টাকা ফেরত পেয়ে যাবেন। এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হচ্ছে।”