জলপাইগুড়ি: আগাম ঘোষণা মতো আজ জলপাইগুড়ি জেলার বিভিন্ন হিমঘরে শুরু হল আলুর বন্ড বিতরণ। সকাল থেকেই সদর ব্লকের বিভিন্ন হিমঘরের সামনে লাইন পড়ে কৃষকদের। সুষ্ঠুভাবেই চলছে বন্ড বিতরণের প্রক্রিয়া, জানিয়েছেন সংশ্লিষ্ট হিমঘর কর্তৃপক্ষ।
এক হিমঘরের ম্যানেজার নিখিল মণ্ডল জানিয়েছেন, “আজ প্রথম দিন হওয়া সত্ত্বেও সুষ্ঠুভাবেই বন্ড বিতরণ হচ্ছে। প্রতিটি আধার কার্ডের বিপরীতে ১০০ প্যাকেটের জন্য বন্ড দেওয়া হচ্ছে। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা লাইন রাখা হয়েছে, যাতে প্রক্রিয়া আরও মসৃণ হয়।”

বন্ড নিতে আসা কৃষক আবদুল খালেকের কথায়, “সকাল থেকেই লাইন দিয়েছি, তবে সুষ্ঠুভাবেই সব কাজ হচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না।” অন্য এক কৃষক সজল রায় বলেন, “ভিড় খুব বেশি নেই, সহজেই বন্ড মিলছে। আধার কার্ড দেখিয়ে ১০০ প্যাকেটের জন্য ১,৫০০ টাকা দিতে হচ্ছে।”
প্রশাসন আগেই জেলা হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বন্ড বিতরণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছিল। যাতে বিতরণ প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেদিকে নজর রাখছে প্রশাসন।

আগামী ৭ মার্চ পর্যন্ত চলবে এই বন্ড বিতরণ প্রক্রিয়া, জানিয়েছে হিমঘর কর্তৃপক্ষ।