এবারের পুজো নিয়ে আশাবাদী মৃৎ শিল্পীরা; ব্যস্ততা তুঙ্গে পালপাড়ায়

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ জুলাই’২৩ : দুর্গা পুজোর আর মাত্র ৯৪ দিন বাকি! তার আগে জলপাইগুড়ি শহরের প্রতিমা কারখানাগুলিতে মৃৎ শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। এমনিতেই এখন বর্ষাকাল! উল্লেখ্য গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। আকাশ ঝলমলে হতেই প্রতিমা কারখানাগুলিতে দুর্গা প্রতিমায় মাটির প্রলেপ দিতে মৃৎ শিল্পীদের ব্যস্ততা শুরু হয়ে যায়। জলপাইগুড়ি ষ্টেশন রোড এলাকার মৃৎশিল্পী চঞ্চল পাল বলেন, আমাদের দুর্গা প্রতিমা গড়ার কাজ রথযাত্রার দিন থেকেই শুরু হয়েছে। কিন্ত এখন বর্ষাকালের কথা মাথায় রেখে প্রতিদিনই কাজ চলছে। দুর্গা পুজোর দেরি হলেও বড়ো ছোট প্রতিমা মিলে কম বেশি বায়না শুরু হয়েছে। অন্যদিকে দেশবন্ধুপাড়া এলাকার মৃৎশিল্পী অনিল পাল বলেন, বর্ষাকালে অসুবিধা হয় অনেকটাই প্রতিমা গড়ার ক্ষেত্রে! জিনিসপত্র আগে ভাগেই জোগাড় করে রাখা থাকে। প্রতিমা তৈরীর সামগ্রীর দাম প্রতিবছরেই কিছু না কিছু বাড়ে। মূলত রথযাত্রার পর পরই দুর্গা প্রতিমা অর্ডার শুরু হয় বাড়ির এবং ক্লাবের! তিনি আরও বলেন, মাটির যোগান প্রতিবছর বর্ষাকালে কম পাওয়া যায়! দামও বেশী থাকে! এছাড়াও প্রতিমা তৈরির অন‍্যান‍্য সামগ্রির দামও মোটামুটি বেশি থাকে। এবছরও তার অন্যথা হবে না বলে জানান তিনি। এই মুহূর্তে আগামী দিনের দিকেই তাকিয়ে রয়েছেন মৃৎশিল্পীরা বাজার কেমন হবে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *