স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য মুরগি পালনের প্রশিক্ষণ শিবির (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৩ ফেব্রুয়ারি’২৪ : স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য মুরগি পালনের প্রশিক্ষণ শিবিরের পাশাপাশি মুরগি ছানা তুলে দেওয়া হল। সোমবার এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল জলপাইগুড়ি সদর ব্লকের দাসপাড়া এলাকায়। এদিন জলপাইগুড়ি মোহিত নগর রোপণ ফসল গবেষণা কেন্দ্রের সহযোগিতায় ১০০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে মুরগী পালনের উপর প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় দাস পাড়ায়।

Poultry Training Camp for Women Self Help Groups

এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রোপণ ফসল গবেষনা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ড: অরুন কুমার শিট ও ড: প্রদীপ সাহা, এলাকার ফার্মার্স ক্লাবের তরফে দশরথ দাস প্রমুখ।প্রশিক্ষণ শেষে উপস্থিত স্বনির্ভর গোষ্ঠীর ১০০ জন মহিলাদের ১০ টি করে মুরগির ছানা প্রদান করা হয়। এদিন একসাথে প্রশিক্ষণ ও মুরগির ছানা হাতে পেয়ে খুশি স্বনির্ভর দলের মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *