সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ জানুয়ারি’২৪ : আজ DPSC-র কনফারেন্স রুমে জেলার ত্রিস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে সফল করার জন্য একটি প্রস্তুতি মিটিং-এর আয়োজন করা হয়েছিল। DPSC-র সচিব তথা প্রাথমিকের জেলা বিদ্যালয় পরিদর্শক শ্যামল চন্দ্র রায় বলেন, গত ৮ই জানুয়ারি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। পর্ষদের গাইডলাইন মেনে অঞ্চল থেকে জেলা ত্রিস্তরীয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই আজকের এই প্রস্তুতি মিটিং।

DPSC-র চেয়ারম্যান লক্ষ মোহন রায় বলেন, প্রতিটি সার্কেলের এস.আই, জেলা স্তরের অন্যান্য আধিকারিক, শিক্ষক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং পর্ষদ মনোনীত জেলা কো-অর্ডিনেটর ও মেম্বাররা আজকের এই প্রস্তুতি মিটিং-এ উপস্থিত ছিলেন।
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা নেতৃত্ব তথা পর্ষদ মনোনীত জেলা কো-অর্ডিনেটর স্বপন বসাক বলেন–এবছর জেলা স্পোর্টস ধূপগুড়িতে হচ্ছে। জেলার সকল শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় অঞ্চল থেকে জেলা–ত্রিস্তরীয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।