যোগমায়া কালীবাড়ির শতবর্ষ উদযাপনের প্রস্তুতি, আসছে ‘শতবর্ষ ভবন’

জলপাইগুড়ি: জলপাইগুড়ির ঐতিহ্যবাহী ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম যোগমায়া কালীবাড়ি। আগামী ২০২৬ সালে এই ঐতিহ্যবাহী মন্দির ১০০ বছরে পদার্পণ করতে চলেছে। সেই উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা শুরু করেছে কালীবাড়ি পুজো কমিটি।

শতবর্ষের কর্মসূচির অঙ্গ হিসেবে আজ যোগমায়া কালীবাড়ি প্রাঙ্গণে একটি বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়। এই সভায় জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সভার মূল উদ্দেশ্য ছিল শতবর্ষ উদযাপনের রূপরেখা নির্ধারণ এবং বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা গ্রহণ।

Preparations for Yogmaya Kalibari centenary celebration; 'Centenary Building' coming

যোগমায়া কালীবাড়ি পুজো কমিটির হিসাবরক্ষক উৎপল মোহান্তি জানান, আজকের আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ১০০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে কালীবাড়ি প্রাঙ্গণে একটি ‘শতবর্ষ ভবন’ তৈরি করা হবে।

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শতবর্ষকে ঘিরে বছরভর নানা অনুষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হবে।

আলোচনা সভায় অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ সবাই একসুরে বলেছেন যে, যোগমায়া কালীবাড়ির শতবর্ষ উদযাপন শুধু একটি মন্দিরের অনুষ্ঠান নয়, এটি জলপাইগুড়ির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। সবাই একসঙ্গে মিলে এই উদযাপনকে স্মরণীয় করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

এখন সকলের চোখ ২০২৬ সালের দিকে, যখন এই শতবর্ষ উৎসব জলপাইগুড়ির বুকে এক নতুন অধ্যায় রচনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *