সংবাদপত্রে ভুল তথ্য পরিবেশন নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জলপাইগুড়ি জিলা পরিষদের সভাধিপতি

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৬ সেপ্টেম্বর : ২০২০-২১ বর্ষে রাজ্য সরকারের টাইড ও আনটাইড ফান্ড থেকে মোট ১৮ কোটি টাকা দেওয়া হয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদকে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে কাজের টাকার অংকের পরিমাণ যা বলা হয়েছে তা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে দাবি জলপাইগুড়ি জেলা পরিষদের। সোমবার জেলা পরিষদে এ নিয়ে সাংবাদিক বৈঠক করে কাজের বিষয়ে বিস্তারিত জানালেন সভাধিপতি উত্তরা বর্মন। তিনি জানান, ৭২ টি সেতুর জন্য রাজ্য সরকারের কাছে আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম। কিন্তু সেই টাকা এখনো জেলা পরিষদ পায়নি। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে এ নিয়ে ভুল ও মিথ্যে সংবাদ পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ধরনের খবরে মানুষ বিভ্রান্ত হতে পারেন বলে তিনি জানান। টাইড ও আনটাইড ফান্ডের টাকা দিয়ে রাস্তাঘাটের বিভিন্ন কাজ, কমিউনিটি টয়লেটের কাজ প্রভৃতি চলছে। বেশ কিছু কাজ শেষ হয়ে গেছে এবং আরো কিছু কাজ বাকি রয়েছে। যিনিই ওই তথ্য সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে দিয়েছেন তা সম্পূর্ণ ভুল বলে দাবি করেন তিনি। অন্যদিকে ভুল তথ্য পরিবেশন করার জন্য ওই সংবাদমাধ্যমকে জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে চিঠি করা হয়েছে বলেও জানান সভাধিপতি উত্তরা বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *