সংবাদদাতা, শিলিগুড়ি, ২৭ ডিসেম্বর’২৩ : আগামী ২৮শে ডিসেম্বর থেকে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে উদ্বোধন হতে চলেছে ৫ম আন্তর্জাতিক রাজবংশী ফিল্ম ফেস্টিভাল ২০২৩। পরের দিন অর্থাৎ ২৯শে ডিসেম্বর মুক্তমঞ্চে পরিবেশিত হবে স্টেজ ও সমাপনী অনুষ্ঠান, গোসাইপুর বাগডোগরা জাগৃতি সংঘ ময়দানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় এর কাছে। এই উপলক্ষে থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও উত্তরবঙ্গের শিল্প জগতের তারকা দিয়ে নিয়ে বিভিন্ন কথা বিভিন্ন উপস্থাপনা। বুধবার ৫ম আন্তর্জাতিক রাজবংশী ফিল্ম ফেস্টিভাল ২০২৩ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে কমিটির চেয়ারম্যান অর্জুন বর্মন কি কি বললেন শুনুন নিচের ভিডিওতে।
