বেতন বৃদ্ধির দাবিতে মিছিল ও ডেপুটেশন ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ জুন ২০২২ : উপযুক্ত বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধির দাবিতে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার। মঙ্গলবার শহরের বিভিন্ন জায়গায় মিছিল পরিক্রমা করার পর সদস্যরা জলপাইগুড়ি ডিআই অফিসে (মাধ্যমিক) উপস্থিত হন দাবি পত্র পেশ এর উদ্দেশ্য নিয়ে।

এ বিষয়ে জেলা সভাপতি সোমনাথ দে বলেন, রাজ্যের সমস্ত জেলাতেই তাদের এ ধরনের কর্মসূচি রয়েছে। ২০১৩ সাল থেকে আমরা বিভিন্ন স্কুলে কাজ করে চলেছি। কিন্তু আমাদের গভর্মেন্ট ফোরামে নাম ওঠার পর ও কন্ট্রাকচুয়াল হলেও বেতন বৈষম্য রয়ে গেছে। ৮ হাজার টাকা বেতন তখন থেকেই রয়েছে। জিনিসপত্রের দাম বেড়েছে। কিন্তু বেতন বাড়েনি, ফলে স্বাভাবিকভাবেই আমরা সবাই সমস্যার মধ্যে রয়েছি। জলপাইগুড়ি জেলাতে এমন মোট ১০৭ জন কম্পিউটার শিক্ষক রয়েছেন যারা কন্যাশ্রী, ঐক্যশ্রী থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পে কাজ করে থাকেন। মানবিক সরকারের কাছে আমাদের আবেদন যাতে বেতন বৈষম্য দূর হয় ও একটি বেতনের সুষ্ঠু স্ট্রাকচার তৈরি করা হয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *