শিশু নিকেতন প্রিপ্যারেটরী স্কুলের প্রতিষ্টা দিবস উপলক্ষে শোভাযাত্রা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ জানুয়ারি’২৪ : জলপাইগুড়ির শিশু নিকেতন প্রিপ্যারেটরী স্কুলের ৮৩তম প্রতিষ্টা দিবস উপলক্ষে শনিবার একটি রেলির আয়োজন করা হয়েছিল বিদ্যালয় থেকে। শোভাযাত্রায় পরিচালন সমিতির সদস্যরা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ ছাত্র ছাত্রীরা উপস্থিত হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

Procession on the occasion of Foundation Day of Shishu Niketan Preparatory School

উল্লেখ্য ১৯৪১ সালে বিশিষ্ট কংগ্রেস নেতা খগেন্দ্র নাথ দাশগুপ্তের সহধর্মিণী অরুণা দাশগুপ্ত এর উদ্যোগে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্কুলের বহু ছাত্র ছাত্রী আজ দেশে বিদেশে প্রতিষ্ঠিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *