নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ জুন ২০২২ : আগামী ১জুলাই ২০২২ থেকে প্লাস্টিক, থার্মকল প্রভৃতি ব্যবহার নিষিদ্ধ হচ্ছে জলপাইগুড়ি শহরে। তার প্রাক্কালে আজ মঙ্গলবার নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে প্লাস্টিক বর্জন নিয়ে মিছিল অনুষ্ঠিত হল। মিছিলটি পৌরসভা থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে।
এবিষয়ে পুরসভার পুরমাতা পাপিয়া পাল বলেন, ৫ই জুন থেকে ৩০ শে জুন পর্যন্ত টানা একমাস তাদের এ ধরনের কর্মসূচি চলছে। সরকারি নির্দেশ অনুসারে প্লাস্টিক বর্জন করতে হবে- এটাই আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি পরিবেশকে সবুজ রাখতে হবে। গাছ লাগাতে হবে। আগামী প্রজন্মকে বাসযোগ্য করে তোলাই হবে আমাদের লক্ষ্য। প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হওয়ার পরও যদি তা ব্যবহার করা হয় সে ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী জরিমানাও করা হবে বলে তিনি জানান। এদিন পুরসভার বিভিন্ন আধিকারিক, কাউন্সিলররা সহ বিভিন্ন সেল্ফ হেল্প গ্রুপ এর মহিলারাও মিছিলে অংশগ্রহণ করেন।