বিশ্বজিৎ নাথ : বাড়িওয়ালাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগে গ্রেপ্তার হলেন শাসকদলের এক পঞ্চায়েত সদস্য। ধৃত ব্যক্তি প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী হিসেবেও পরিচিত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যমগ্রাম এলাকায়।
জানা গেছে, মোহনপুর পঞ্চায়েতের ২১ নম্বর ওয়ার্ডের সদস্য অনির্বাণ দাস দীর্ঘদিন ধরে মধ্যমগ্রামে একটি ভাড়া বাড়িতে থাকছিলেন। তবে ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বাড়িওয়ালার সঙ্গে তাঁর বচসা বাঁধে। অভিযোগ, প্রথমে কথাকাটাকাটি শুরু হলেও পরবর্তীতে তা ধাক্কাধাক্কিতে গড়ায়। এরপরই অভিযুক্ত অনির্বাণ দাস আগ্নেয়াস্ত্র বের করে বাড়িওয়ালাকে ভয় দেখান বলে অভিযোগ ওঠে।
বাড়ির মালিক এ ঘটনায় মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অনির্বাণ দাসকে গ্রেপ্তার করে। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে দুই দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
অনির্বাণ দাস শুধু পঞ্চায়েত সদস্যই নন, তিনি একজন জনপ্রিয় বিরিয়ানি ব্যবসায়ী হিসেবেও পরিচিত। তাঁর বিরিয়ানির দোকান শুধুমাত্র মধ্যমগ্রামে নয়, ব্যারাকপুর ও সোদপুরেও রয়েছে। তাই তাঁর এই গ্রেপ্তারি ব্যবসায়িক মহলেও আলোড়ন ফেলেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি বৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিলেন নাকি বেআইনি অস্ত্র নিয়ে ভয় দেখিয়েছিলেন, সে বিষয়ে তদন্ত চলছে। এদিকে, শাসকদলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।