জলপাইগুড়ি : প্রতিবাদী চিকিৎসকদের অন্যায় বদলির আদেশনামা প্রত্যাহার, রাজ্যে ক্রমবর্ধমান ‘থ্রেট কালচার’-এর বিরুদ্ধে এবং অভয়া হত্যার ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভে সামিল হলো শ্রমিক, কর্মচারী ও শিক্ষকদের যৌথ মঞ্চ ‘১২ই জুলাই কমিটি’ জলপাইগুড়ি জেলা শাখা। বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ির কদমতলা মোড়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির অন্যতম আহ্বায়ক প্রদীপ কর্মকার। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক বাণীব্রত সাহা, মৌসমি বোস, সঞ্চিতা ব্যানার্জি, রাজদ্বীপ দত্ত, ডাঃ পান্থ দাশগুপ্ত।
প্রতিবাদ সভার মূল দাবিগুলি
✔ অভয়ার ন্যায়বিচার কেন এখনও হল না?
✔ সিবিআই এখনও তথ্যপ্রমাণ লোপাটকারীদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারছে না কেন?
✔ কার নির্দেশে সিবিআই তদন্তে গড়িমসি করছে?
✔ প্রতিবাদী চিকিৎসকদের অন্যায় বদলি কেন?
সভায় বিপুল সংখ্যক শ্রমিক, কর্মচারী, শিক্ষক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পথচলতি বহু মানুষও বক্তব্য শোনার জন্য দাঁড়িয়ে পড়েন। বক্তারা বলেন, সরকার দাদাগিরি বন্ধ করে প্রশাসনিক দায়িত্ব পালন করুক।