সময় মতো মেডিসিন কাউন্টার না খোলায় বিক্ষোভ সুপার স্পেশালিটি হাসপাতালে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৬ ফেব্রুয়ারি’২৪ : মেডিসিন কাউন্টার না খোলায় জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে মানসিক রোগীদের বিক্ষোভ। খবর পেয়ে সেখানে যায় কোতোয়ালি থানার পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে মেডিসিন কাউন্টার খোলা হলে বিক্ষোভ শেষ হয়।

Protest at Super Specialty Hospital due to non-opening of medicine counter on time

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দেড়টা নাগাদ। অভিযোগ, এদিন মানসিক রোগী ও তাদের পরিজনরা দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরে মেডিসিন কাউন্টারের সামনে ওষুধ নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু সেই কাউন্টার খোলা হচ্ছিল না। অবশেষে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরবর্তীতে পুলিশ এসে দুপুর ২ টা নাগাদ মেডিসিন কাউন্টার খোলার ব্যবস্থা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *