রাস্তা এবং জলের দাবীতে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ

মালদা : রাস্তা এবং জলের দাবীতে রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ। শুক্রবার সকাল সাড়ে ১টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদার মানিকচকের সিমনটোলা বাঁধ এলাকার বাসীন্দারা। অবরোধকারীদের অভিযোগ, তারা নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে সিমনটোলা বাঁধ এলাকায় বসবাস করছেন।

কিন্তু এখনও পর্যন্ত তাদের এলাকায় পিএইচই-র আর্সেনিকমুক্ত পানীয় জল পৌঁছায় নি। পানীয় জলের সংকট রয়েছে। এছাড়াও সিমনটোলা নদীবাঁধের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তা মেরামতির ব্যাপারে কোন প্রশাসনের কোন ভূক্ষেপ নেই। ফলে বেহাল রাস্তার কারণে হামেশায় ছোটোবড়ো, দুর্ঘটনা ঘটছে। তাই রাস্তা মেরামতি সহ পানীয় জলের দাবীতে আজ তারা আন্দোলনে নেমেছেন। মানিকচকঘাটগামী রাস্তায় টায়ার জ্বালিয়ে, রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন। যদিও ঘন্টা খানেক পরে মানিকচক থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় বলে খবর।

Protesters blocked roads demanding water

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *