
সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ নভেম্বর : পড়ুয়াদের দ্বারা ঘেরাও হলেন জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজের প্রিন্সিপাল। বুধবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রিন্সিপালকে ঘেরাও করে কলেজের প্রাতঃ বিভাগের পড়ুয়ারা। এদিন তারা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাদের একাধিক দাবি সম্বলিত একটি দাবি পত্র তুলে দেয় কলেজ কতৃপক্ষকে। এই ঘটনায় কলেজে চাঞ্চল্য ছড়িয়ে পরে। কলেজের প্রিন্সিপাল কে ঘেরাও প্রসঙ্গে ঘেরাওকারীদের পক্ষে কলেজ ছাত্র সৌরভ ধর অভিযোগ করে বলেন,

আমরা প্রাতঃ বিভাগের পড়ুয়ারা সকালে কলেজে আসলেও প্রিন্সিপাল এবং অন্যান্য অফিস কর্মীরা আসেন না, ফলে আমরা অভিভাবকহীন হয়ে রয়েছি। কলেজের হোস্টেলগুলোতে পানীয় জলের সমস্যা রয়েছে, রাতে কলেজের প্রাচীর টপকে আমাদের জল নিয়ে যেতে হয়। কলেজের খেলার মাঠ খেলার অযোগ্য হয়ে রয়েছে। কলেজের সাইকেল স্টান্ডের সিসি ক্যামেরা খারাপ হয়ে আছে। বারবার বলা সত্বেও সেই ক্যামেরা ঠিক করা হয় নি। ফলে পড়ুয়াদের সাইকেল চুরি হলেও চোর সনাক্ত করা যাচ্ছে না।

যদিও বিষয়গুলোকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আনন্দ চন্দ কলেজের প্রিন্সিপাল দেবাশীষ দাস।