রাহুল মন্ডল, মালদা, ২৭ সেপ্টেম্বর’২৪ : বামনগোলা গ্রামীণ হাসপাতালের বিএমওএচ সুদীপ কুন্ডুর বদলির দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধ। উল্লেখ্য বেশ কিছুদিন আগে এক রোগীর মৃত্যু হয়, তারই প্রতিবাদে এদিন সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে গ্রামবাসীরা।

মুদিপুকুরের গ্রামবাসীরা মিছিল করে হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে। পরে সেখান থেকে মুদিপুকুর বাস স্যান্ডে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ বেশ কিছুদিন আগে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর সঙ্গে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা দুর্ব্যবহার করেন।

সঠিক চিকিৎসা পরিষেবা পান না তারই প্রতিবাদে বিএমওএইচ সুদীপ কুন্ডুর বদলির দাবিতে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। প্রায় আড়াই ঘন্টা ধরে অবরোধ চলে। অবরোধের জেরে প্রবল যানজটের সৃষ্টি হয় মালদা নালাগোলা রাজ্য সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনগোলা থানার আইসি শংকর সরকার সহ বিশাল পুলিশ বাহিনি। বিক্ষোকারীদের দাবি জেলা স্বাস্থ্য আধিকারিকে তাদের সাথে কথা বলতে হবে। অবশেষে বামনগোলা থানার আইসি অবরোধকারীদের বিএমওএইচ এর বদলি হবে – এমন আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। অবরোধকারীরা জানান আগামীতে বামন গোলার গ্রামীণ হাসপাতালের বিএমএইচ এর বদলি না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন।