জলপাইগুড়ি, ১১ই ফেব্রুয়ারি : জলপাইগুড়িতে এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করল AIDSO, AIDYO ও AIMSSI

সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, এ ধরনের জঘন্য অপরাধের যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি মদ ও মাদক দ্রব্যের অবাধ প্রসার রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, সম্প্রতি জলপাইগুড়িতে এক টোটো চালকের বিরুদ্ধে চকলেটে মাদক মিশিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলেও, সংগঠনগুলোর দাবি- দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

এই দাবিতে দীর্ঘক্ষণ থানার সামনে বিক্ষোভ চলে। সংগঠনের জেলা কমিটির সদস্য ঝর্ণা রায় বলেন, “এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ প্রশাসনকে আরও কড়া ব্যবস্থা নিতে হবে এবং দোষীর এমন শাস্তি দিতে হবে, যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”