নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : সীমান্তে পাকিস্তানের উস্কানিমূলক আচরণের জবাবে ভারতীয় সেনাবাহিনীর দুঃসাহসিক পাল্টা অভিযানে গোটা দেশজুড়ে শুরু হয়েছে গর্ব ও শ্রদ্ধার স্রোত। তারই প্রতিফলন দেখা গেল জলপাইগুড়ি শহরের রাস্তায়, শুক্রবার রাতে।
‘জয় হিন্দ, ইন্ডিয়ান আর্মি’ লেখা ফ্লেক্স হাতে নিয়ে দাদাভাই ক্লাবের সদস্যরা নেমে পড়েন রাস্তায়, সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করে তাঁরা জানান, “দেশপ্রেম শুধু মুখে নয়, মন থেকে অনুভব করতে হয়।”
দাদাভাই ক্লাবের পক্ষে তপন বন্দ্যোপাধ্যায় জানান, “আমরা শুধু মিষ্টি বিতরণ করছি না, সেনাবাহিনীর পাশে থাকার বার্তা দিচ্ছি। ওরা সীমান্তে লড়ছে, আমরা প্রার্থনা করছি।”
শহরের মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এক মুহূর্তে জলপাইগুড়ির রাস্তাঘাট যেন গর্বে, দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে উঠেছে।