বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২২ জানুয়ারি’২৪ : দীর্ঘ লড়াইয়ের অবসান। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হল রামলালার। এদিকে মিশ্র ভাষাভাষীর কাঁকিনাড়ায় তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডের উদ্যোগে আট লক্ষ মাটির প্রদীপ দিয়ে গড়া হয়েছে রামলালার প্রতিকৃতি।

বিহারের শিল্পী অনিল কুমার এই মূর্তি গড়েছেন। রামমন্দির উদ্বোধনের দিন রামের সেই প্রতিকৃতিকে নিষ্ঠাসহকারে পূজাপাঠ করা হচ্ছে কাঁকিনাড়ায়। আর আট লক্ষ প্রদীপ দিয়ে বানানো রামের প্রতিকৃতি দেখতে ভিড় জমাচ্ছেন রাম ভক্তরা।