IPL 2025 :পাঞ্জাব কিংসের দাপুটে জয়, গুজরাটকে হারাল ১১ রানে

ডিজিটাল ডেস্ক : অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের রোমাঞ্চকর ম্যাচে গুজরাট টাইটান্সকে ১১ রানে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করল পাঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়স আইয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৪৩ রান তোলে পাঞ্জাব। জবাবে গুজরাট ৫ উইকেটে ২৩২ রান তুলতে সক্ষম হয়।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক শুভমন গিল। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে পাঞ্জাব, ওপেনার প্রিয়াংশ আর্য ২৩ বলে ৪৭ রান করেন। তবে মিডল অর্ডারে ব্যর্থতা দেখা গেলেও শ্রেয়স আইয়ার একপ্রান্ত ধরে রেখে বিধ্বংসী ব্যাটিং করেন। মাত্র ৪২ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি, হাঁকান ৯টি ছক্কা ও ৫টি চার। শেষদিকে শশাঙ্ক সিংহের ১৬ বলে ৪৪ রানের ইনিংস পাঞ্জাবকে বড় স্কোর গড়তে সাহায্য করে।

গুজরাটের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন সাই সুদর্শন। জস বাটলারও ৩৩ বলে ৫৪ রান করেন, তবে শেষদিকে বিজয়কুমার বৈশাখের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ হাতছাড়া করে গুজরাট। পাঞ্জাবের হয়ে আরশদীপ সিং ৩৬ রানে ২ উইকেট নেন। শক্তিশালী ব্যাটিং ও নিয়ন্ত্রিত বোলিংয়ের দৌলতে মরসুমের শুরুতেই দাপট দেখাল পাঞ্জাব কিংস।

Punjab Kings register a convincing win; beat Gujarat by 11 runs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *