স্পোর্টস ডেস্ক : একটি স্লো পিচ, ১৭২ রানের লক্ষ্য, এবং দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন—সব মিলিয়ে পাঞ্জাব কিংস ইলেভেনের জন্য ছিল এক দারুণ রাত। শ্রেয়স আইয়ারের অনবদ্য নেতৃত্বে এবং ব্যাটিং দাপটে মাত্র ১৬.২ ওভারেই লখনউ সুপার জায়ান্টসকে ৮ উইকেটে হারিয়ে দিল পাঞ্জাব।
এদিন শুরুটা মোটেই ভালো হয়নি লখনউয়ের। পাওয়ার প্লেতেই হারায় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট, যার মধ্যে অধিনায়ক ঋষভ পন্থ (২) ছিলেন অন্যতম। এরপর দলের হাল ধরেন নিকোলাস পুরান (৪৪) ও আয়ুষ বাদোনি (৪১)। শেষদিকে ক্যামিও ইনিংস খেলেন আব্দুল সামাদ, মাত্র ১২ বলে ২৭ রান করে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। তবে পাঞ্জাবের হয়ে বল হাতে অগ্নিমূর্তি ধারণ করেন অর্শদীপ সিং। তিনি ৩টি উইকেট শিকার করেন, যার মধ্যে বাদোনি, সামাদ এবং মার্শ ছিলেন।
১৭২ রানের লক্ষ্যে পাঞ্জাবের ব্যাটিং শুরু হয় দুর্দান্তভাবে। ওপেনার প্রভসিমরণ সিং প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। ৩৪ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি ম্যাচের ভিত গড়ে দেন, যেখানে ছিল ৯টি চার ও ৩টি বিশাল ছক্কা। এরপর শ্রেয়স আইয়ারের নেতৃত্বে বাকি কাজটা সহজেই সেরে ফেলে পাঞ্জাব। ক্যাপ্টেন শ্রেয়স ৫২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন, তাকে দারুণ সঙ্গ দেন নেহাল বঢরা (৪৩)।
প্রসঙ্গত, এটি পরপর দ্বিতীয় ম্যাচ যেখানে শ্রেয়স দুর্দান্ত ব্যাটিং করলেন। আগের ম্যাচেই তিনি ৯৭ রান করেছিলেন। তার ফর্ম এবং নেতৃত্ব পাঞ্জাবের জন্য আশার আলো হয়ে উঠছে।