নভেম্বরেই ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল, পরীক্ষামূলক চালু জলপাইগুড়িতে ‘আমরুত’ প্রকল্প (ভিডিও সহ)

জলপাইগুড়ি : লক্ষ্য—ঘরে ঘরে বিশুদ্ধ আয়রন মুক্ত পানীয় জল পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যেই শনিবার জলপাইগুড়ি পুর এলাকায় পরীক্ষামূলক ভাবে চালু হল বহু প্রতীক্ষিত আমরুত প্রকল্প। পুরসভা সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বর মাস থেকেই পুর শহরের বাসিন্দারা নিয়মিতভাবে এই পরিষেবা পেতে শুরু করবেন।

এই প্রকল্পের আওতায় শুধু পুর শহর নয়, পাশের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লী ও উত্তর-দক্ষিণ সুকান্ত নগরের মানুষও পানীয় জলের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, তিস্তা নদী থেকে জল তুলে বিবেকানন্দ পল্লির নিকটবর্তী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে জল পরিশোধনের ব্যবস্থা করা হয়েছে। সেই বিশুদ্ধ জল পুর শহরের বিভিন্ন ওয়ার্ডে সরবরাহ করা হবে।

পুরসভা সূত্রে জানা গেছে, ১৫২ কোটি টাকার এই প্রকল্পে রাজ্য সরকারের রয়েছে উল্লেখযোগ্য আর্থিক অংশীদারিত্ব। ইতিমধ্যেই ২১৫ কিলোমিটার পাইপলাইন পাতা হয়েছে এবং বাড়ি বাড়ি সংযোগের কাজ সম্পূর্ণ হয়েছে।

পরীক্ষামূলকভাবে পরিষেবা চালুর পর তিন মাস ধরে নজর রাখা হবে সিস্টেমের কার্যকারিতার ওপর। কোথাও কোনো সমস্যা ধরা পড়লে দ্রুত তা মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জী জানান, “আজকের দিনটি ঐতিহাসিক। আমরুত প্রকল্পের আওতায় আমরা জলের পরীক্ষামূলক পরিষেবা শুরু করলাম। নভেম্বর মাসের মধ্যেই পুরোদমে চালু হবে পরিষেবা। এর জন্য প্রয়োজনীয় বাড়তি দশ কিলোমিটার পাইপ বসানোর কাজও শুরু হয়ে গেছে।”

আগামী ৪ জুন প্রকল্প খতিয়ে দেখতে আসবেন এমইডির চিফ ইঞ্জিনিয়ার। পুরসভার তরফে আশ্বাস, শহরের প্রতিটি পরিবারকে পানীয় জলের দিক থেকে স্বনির্ভর করাই তাদের লক্ষ্য।

এদিনের পরীক্ষামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও আধিকারিকেরা।

দেখুন সংবাদের ভিডিও 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *