সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া টোটো ভাড়ার তালিকা ভুয়ো জানালেন পুরমাতা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৪ অক্টোবর’২৩ : এমনিতেই জলপাইগুড়ি শহরে টোটো আধিক্যের কারণে চলাচলে সমস্যায় পড়ছেন অসংখ্য মানুষ বলে অভিযোগ। তার ওপর জলপাইগুড়ি পুরসভার মতো প্যাডে টোটো ভাড়ার একটি তালিকা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই বিতর্ক ছড়িয়েছে শহর জুড়ে। জানা গেছে, বৃহস্পতিবার শহরের টোটো ভাড়ার একটি তালিকা সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়।

Purmata said that the list of Toto rent spread on social media was fake

সেখানে দেখা যাচ্ছে জলপাইগুড়ি পুরসভার নামাঙ্কিত প্যাডেই ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে মানুষের মোবাইলে মোবাইলে। পুরসভার কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এমন পোস্ট ঘিরে যথারীতি বিতর্ক ছড়ায়। যদিও ওইদিনই পুরসভার ফেসবুক পেজে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যে, জলপাইগুড়ি পুরসভার নামে ভুয়া টোটো ভাড়া তালিকা প্রচার করেছেন অজানা কোন ব্যক্তি। এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা নির্ধারিত সময়ে করা হবে। এই ভুয়া তালিকা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট এবং প্রচার না করার জন্য অনুরোধ জানানো হয়।

এই বিষয়ে জলপাইগুড়ি পুরসভার পুরমাতা পাপিয়া পাল জানালেন, আমাদের তরফ থেকে টোটো নিয়ে কোনও রেট চার্ট এখনো আমরা পাবলিশ করিনি। ওই তালিকায় আমাদের কোনও সই নেই। টোটো নিয়ে রেট চার্ট প্রকাশের কাজ চলছে। খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে। সংবাদ মাধ্যমেও বিষয়টি জানানো হবে। সকলের উদ্দেশ্যে তিনি জানান, এ নিয়ে বিভ্রান্ত হবেন না। যথা সময়ে আমরা টোটোর রেট চার্ট প্রকাশ করব।

সিটু অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের জেলা সম্পাদক শুভাশিস সরকার বলেন, কে পুরসভার নামে টোটো ভাড়া নিয়ে এই ধরণের একটি তালিকা প্রকাশ করল তা খতিয়ে দেখা দরকার। এটা নিয়ে টোটো চালক ও যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে তিনি জানান।

তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা পুন্নব্রত মিত্র বলেন, কেউ ব্যক্তিগত মজা নেওয়া বা বিভ্রান্তি ছড়ানোর জন্য এই কাজ করেছেন যা কখনোই কাম্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *