বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৩ ফেব্রুয়ারি’২৪ : প্রশাসন কি জানতো না, রাতে মহিলাদের ডাকা হচ্ছে। সন্দেশখালির ঘটনা নিয়ে এমনই প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।

মঙ্গলবার সন্ধেয় ব্যারাকপুরে আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে গৌরী গণেশ পুজোয় আসেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সন্দেশখালিতে রাতে মহিলাদের ডাকা হচ্ছে। সেটা জেনেও কি পুলিশ প্রশাসন মুখ বুজে ছিল, তা নিয়েও এদিন তিনি প্রশ্ন তুললেন। বিচারপতির কথায়, তিনি ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ। আপাতত তিনি মুখ বন্ধ করেই রেখেছেন।