সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা নীতি বিষয়ে কর্মশালা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ সেপ্টেম্বর’২৩ : পড়াশোনার পাশাপাশি স্কুলের ছাত্রীদের সাধারণ জ্ঞান বাড়াতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হল জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের তরফে। অন্যদিকে জাতীয় শিক্ষা নীতি ২০২০ সালের বিষয়ে ছাত্রীদের নিয়ে চলল সচেতনতার কর্মশালা। শুক্রবার বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে চলল কুইজ প্রতিযোগিতা।

Quiz Competition and Workshop on National Education Policy at Sunitibala Sadar Girls High School

বিদ্যালয়ের পড়ুয়াদের দুটি বিভাগে ভাগ করে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের দিয়ে একটি বিভাগ করা হয়েছিল। অন্যদিকে অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্রীদের নিয়ে আরও একটি বিভাগ করা হয়েছিল। ছাত্রীদের মধ্যে বিভিন্ন বিষয়ে অগ্রগতি বাড়াতে এই উদ্যোগ। সাধারণ জ্ঞান বাড়াতে বর্তমান ও ইতিহাস মনে রাখার লক্ষ্যে এই কুইজ প্রতিযোগিতার আসর বসেছিল। অন্যদিকে নবম থেকে একাদশ শ্রেণির ছাত্রীদের নিয়ে জাতীয় শিক্ষানীতি কি সেই বিষয়ে তুলে ধরা হয়। এই প্রথম এই ধরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল বলে জনালেন বিদ্যালয়ের শিক্ষিকা আইভি সরকার। তিনি বলেন,” ছাত্রীদের মধ্যে আগামীতে ডেঙ্গি নিয়ে সচেতনতা করা হবে। প্রবন্ধ লিখতে দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *