০১। ময়নাগুড়ি ব্লকের উল্লেখযোগ্য কয়েকটি শিব মন্দিরের নাম কি?
উঃ- জল্পেশ মন্দির, জটিলেশ্বর মন্দির।
০২। জেলার রাজবংশী সম্প্রদায়ের কয়েকটি উল্লেখযোগ্য পুজার নাম কি?
উঃ- ভান্ডানী পূজা, গারাম ঠাকুরের পূজা, তিস্তা বুড়ীর পূজা।
০৩। জেলার কয়েকটি বড় ধরণের মেলার নাম কি?
উঃ- জল্পেশ মেলা, রাজবাড়ীর মনসা পূজার মেলা।
০৪। জেলায় মুসলমান সম্প্রদায়ের একমাত্র মেলার নাম কি?
উঃ- জলপাইগুড়ি শহরের ৪ নং ঘুমটির কালুসাহেবের মেলা। ৫ই চৈত্র মেলা বসে।
আরো পড়ুন : জলপাইগুড়ির উপর কুইজ ( ভাগ-৩)
০৫। জলপাইগুড়ির প্রথম শহীদ কে ছিলেন?
উঃ- বীরেন দত্তগুপ্ত।
০৬। জেলার ‘ল’ কলেজটি কোথায় অবস্থিত?
উঃ- জলপাইগুড়িতে।
০৭। ময়নাগুড়ি শহরটি কোন্ নদীর তীরে অবস্থিত?
উঃ- জর্দা নদী।
০৮। জেলার কোন্ জায়গা ‘চমচমের’ জন্য বিখ্যাত?
উঃ- বেলাকোবা।
০৯। বেলাকোবার শিকারপুর কিসের জন্য বিখ্যাত?
উঃ- বিখ্যাত সন্ন্যাসী ভবানী পাঠকের মন্দির।
১০। ‘দেবী চৌধুরাণীর’ কালী মন্দিরটি কোথায় অবস্থিত?
উঃ- পাতকাটা (গোসালা মোড়)
১১। মন্দিরটি কোন্ নদীর তীরে অবস্থিত?
উঃ-করলা নদীর তীরে।
১২। জেলার কোথায় ‘প্লেন’ ঘাঁটি ছিল?
উঃ- জলপাইগুড়ির পাঙ্গা সাহেববাড়ি।
আরো পড়ুন : জলপাইগুড়ির উপর কুইজ ( ভাগ-২)
১৩। জলপাইগুড়ি জেলার গুরুত্বপূর্ণ ও সর্বশ্রেষ্ঠ রেল ষ্টেশনের নাম কি?
উঃ- নিউ জলপাইগুড়ি রেল ষ্টেশন।
১৪। ‘ট্রয় ট্রেন’ কোন্ ষ্টেশন থেকে ছাড়ে?
উঃ- নিউ জলপাইগুড়ি ষ্টেশন থেকে।
১৫। জেলার সব চেয়ে বড় ‘রেল জংশন কোনটি?
উঃ- নিউ জলপাইগুড়ি জংশন।
১৬। দিনবাজার কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮০৪ খ্রীষ্টাব্দে।
১৭। মালবাজারের ‘বাজার’ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮৭৫ খ্রীঃ (বাটাইগোল হাট)।
১৮। ‘মালবাজার’ শহর কোন্ নদীর তীরে অবস্থিত?
উঃ- মাল নদী।
১৯। ময়নাগুড়ি ব্লকের পুরাতন হাট কোনটি?
উঃ- দোমহনী (পূর্ব নাম রহিমগঞ্জ) ১৮০৯ সালে।
২০। জলপাইগুড়ি জেলার বিতর্কিত সার কারখানাটির নাম কি?
উঃ- পানিকোড়ির তিস্তা অ্যাগ্রো ইন্ডাস্ট্রীজ (পূর্ব নাম সুন্দরবন ফার্টিলাইজার)।
আরো পড়ুন : জলপাইগুড়ির উপর কুইজ ( ভাগ-১)
২১। ‘হিন্দুস্থান লিভার লিমিটেডের’ সাবান ফ্যাক্টরী কোথায় অবস্থিত?
উঃ- জলপাইগুড়ির চুনাভাটি (ডাবগ্রাম)।
২২। জেলার কোন স্থানে ‘গ্যাস সিলিন্ডার’ রিফাইন হচ্ছে?
উঃ- রাণীনগর, জলপাইগুড়ি।
২৩। হোগলা সাবান ও ডিটারজেন্ট ফ্যাক্টরী জেলার কোন্ স্থানে তৈরী হয়?
উঃ- জিয়াগঞ্জ, জলপাইগুড়ি।
২৪। জলপাইগুড়ি জেলার কোন্ স্থানে শিল্প বা কারখানার সংখ্যা বেশী?
উঃ- জটিয়াকালী (জলপাইগুড়ি)।
২৫। জলপাইগুড়ি শহরের টেম্পলস্ট্রীটের মন্দির কি কি?
উঃ- যোগমায়া কালীবাড়ী, মদনমোহন মন্দির, লক্ষ্মী নারায়ণ মন্দির, লোকনাথবাবার মন্দির (জল্পেশ্বর দাস প্রিতিষ্ঠিত শিব মন্দির)।
২৬। পাঙ্গা ‘প্লেন ঘাঁটি’ প্রতিষ্ঠিত হয় কবে এবং কে প্রতিষ্ঠাতা?
উঃ- ১৯৩৯ সাল, মাতুরাম সিং আগরওয়ালা।
২৭। জলপাইগুড়ি শহরে প্রথম শিশুদের জন্য ‘কিন্ডার গার্ডেন স্কুল’ খোলেন কে?
উঃ- অরুণা দাসগুপ্ত ‘শিশুনিকেতন’ স্কুল। ৬ই জানুয়ারী ১৯৪১ সালে।
২৮। ‘টাউনক্লাব’ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮৯৮ সাল।
২৯। জলপাইগুড়ি রাজবাড়ীর শেষ রাজা কে?
উঃ- প্রসন্নদেব রায়কত।