জলপাইগুড়িতে আসছেন রাহুল গান্ধী (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ জানুয়ারি’২৪ : দেশজুড়ে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ করছেন রাহুল গান্ধী। গত ১৪ জানুয়ারি মণিপুরের ইম্ফল থেকে শুরু হয়েছে ‘ন্যায় যাত্রা’। ইতিমধ্যে তা অসমে প্রবেশ করেছে। রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা জলপাইগুড়ি জেলায় ঢুকবে ২৮ জানুয়ারি। এদিন জলপাইগুড়ির পিডবলুডি মোড় থেকে কদমতলা মোড় পর্যন্ত পদযাত্রা করবেন রাহুল গান্ধী।

তারপর আনন্দ চন্দ্র কলেজ লাগোয়া এবিপিসি গ্রাউন্ডে বিশ্রাম নেবেন তিনি ও তাঁর সঙ্গীরা। সেখান থেকে ব্যক্তিগত গাড়িতে তিনি পৌঁছাবেন শিলিগুড়িতে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা নিয়ে রবিবার বিকালে জলপাইগুড়ির থানা মোড়ে অবস্থিত জাতীয় কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে সাংবাদিক সম্মেলন করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটি। ইতিমধ্যেই ন্যায় যাত্রা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে জেলা কংগ্রেস শিবিরে।

Rahul Gandhi is coming to Jalpaiguri

এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে পিনাকী বাবু বলেন, PWD মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে জলপাইগুড়ি শহরের উপর দিয়ে কদমতলা পর্যন্ত আসবে। কদমতলায় বক্তব্য রাখবেন রাহুল গান্ধী। এরপর কদমতলা থেকে গাড়িতে করে এবিপিসি গ্রাউন্ডে বিশ্রাম নেবেন। তারপর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *