শিলিগুড়ি, ১৯ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর বেআইনি বালি ও পাথর পরিবহনের বিরুদ্ধে আরও তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। সেই অভিযানের অংশ হিসেবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে কাশ্মীর কলোনি এলাকা থেকে চারটি অবৈধ বালি বোঝাই ডাম্পার বাজেয়াপ্ত করেছে।

গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কাশ্মীর কলোনি এলাকায় অভিযান চালায়। পুলিশের গাড়ি দেখতে পেয়ে ডাম্পার চালক ও সহকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ওই চারটি ডাম্পার আটক করে থানায় নিয়ে আসে।
নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানিয়েছে, ডাম্পারগুলির নম্বর থেকে মালিকদের খোঁজ করা হচ্ছে। পুলিশের সন্দেহ, মহানন্দা বা বালাসন নদী থেকেই অবৈধভাবে বালি তুলে তা পাচার করা হচ্ছিল।
সম্প্রতি রাজ্যজুড়ে অবৈধ বালি-পাথর পরিবহনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশও এই অবৈধ কারবার বন্ধ করতে নিয়মিত অভিযান চালাচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, আগামী দিনেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।