সংবাদদাতা, জলপাইগুড়ি : অমৃত ভারত স্টেশন প্রকল্পে বাংলার ৯৩টি স্টেশনের মধ্যে রয়েছে জলপাইগুড়ি রোড স্টেশন। শুক্রবার সকালে জলপাইগুড়ি রোড স্টেশন পরিদর্শন করলেন রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দিলীপকুমার সিং। এদিন তিনি রোড স্টেশনের বিভিন্ন পরিকাঠামো পরিদর্শন করেন। কথা বলেন যাত্রীদের সঙ্গেও। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে এই স্টেশন কে একেবারে আধুনিক রূপে সাজিয়ে তোলা হবে। একেবারে ঝকঝকে তকতকে, আধুনিক রূপে গড়়ে তোলা হবে এই স্টেশনকে। সে নিয়েই এদিনের পরিদর্শন বলে জানা যাচ্ছে। এদিন ডিআরএম ঘুরে দেখেন যাত্রী প্রতিক্ষালয় সহ গোটা স্টেশন চত্বর।

স্টেশন চত্বরের বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি নতুন কি কি পরিকল্পনা নেওয়া হচ্ছে তা নিয়ে তিনি কথা বলেন জলপাইগুড়ি রোড স্টেশনের অফিসারদের সঙ্গে। জানা গেছে, যাত্রী স্বাচ্ছন্দ্যের উপরও বিশেষ করে নজর দেওয়া হবে। যাত্রী প্রতিক্ষালয়গুলিতে আধুনিকতম পরিষেবা গড়ে তোলা হবে। নানা ধরনের সুযোগ সুবিধা থাকবে সেই স্টেশনগুলিতে। তবে শুধু স্টেশনের উন্নতিই নয়, স্টেশনকেন্দ্রিক ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগও নেওয়া হবে।

স্টেশন সংলগ্ন এলাকায় বাজারের সুবিধাও গড়ে তোলা হবে। তবে সেই বাজারগুলি যাতে পরিচ্ছন্ন থাকে তার উপর জোর দেওয়া হবে। অন্যদিকে প্রতীক্ষালয়গুলিতে পণ্য বিক্রির জন্য নির্দিষ্ট কাউন্টারও থাকবে। স্টেশনগুলিকে ৭৬০ থেকে ৮১০ মিলিমিটার পর্যন্ত উঁচু করা হবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ। স্টেশনের সঙ্গে যোগাযোগকারী রাস্তাগুলিকেও প্রয়োজনে চওড়া করা হবে। সেখানে যাতে অবৈধ দখলদাররা না থাকে সেটা দেখা হবে।

অবৈধ দখলদারদের সরাতে সবরকম উদ্যোগ নেওয়া হবে। অমৃত ভারত স্টেশন উন্নয়ন মূলক প্রকল্পের আওতায় জলপাইগুড়ি জেলার মোট সাতটি স্টেশন রয়েছে বলে জানা গেছে। সবগুলো স্টেশন পরিদর্শন করে কাজের রূপরেখা তৈরি করতেই রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দিলীপকুমার সিংয়ের এই পরিদর্শন বলে মনে করা হচ্ছে। এদিন
ডিআরএমের সঙ্গে ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায়।