IPL 2025 : লড়েও পারল না রাজস্থান; রানের ঝড় তুলে জয় সানরাইজার্সের

ডিজিটাল ডেস্ক : দারুণ লড়াই করেও সানরাইজার্স হায়দরাবাদের বিশাল রানের পাহাড় টপকাতে ব্যর্থ হল রাজস্থান রয়্যালস। ৪৪ রানে জয় পেল হায়দরাবাদ। বিশাল ২৮৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৪২ রানেই থেমে যায় তাদের ইনিংস।

রাজস্থানের হয়ে সঞ্জু স্যামসন (৬৬) ও ধ্রুব জুরেল (৭০) লড়াই চালিয়ে যান। তাদের আউটের পর সিমরন হেটমায়ার (৪২) ও শুবম দুবে (৩৪) শেষ চেষ্টা করেছিলেন, কিন্তু বিশাল রানের চাপে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় আরআর শিবির।

এর আগে এক ইনিংসে সর্বাধিক ৪২টি বাউন্ডারির রেকর্ড ছিল, যা আজ ভেঙে ৪৬টি বাউন্ডারি হাঁকিয়ে নতুন রেকর্ড গড়েছে হায়দরাবাদ। এর মধ্যে ৩৪টি চার ও ১২টি ছক্কা মেরেছে তারা।

রাজস্থানের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেন ট্রাভিস হেড (৬৭) ও ইশান কিষান (১০০)*। তাদের ব্যাটিংয়ের ওপর ভর করেই ৬ উইকেটে ২৮৬ রান করে হায়দরাবাদ, যা শেষ পর্যন্ত রাজস্থানের জন্য অনেকটাই বড় বাধা হয়ে দাঁড়ায়।

এই হারের পর রাজস্থান রয়্যালসকে তাদের ব্যাটিং-বোলিং বিভাগে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতেই হবে। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ তাদের আগ্রাসী ব্যাটিংয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে টুর্নামেন্টে আরও ভয়ংকর হয়ে উঠতে পারে।

ছবি সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *