কুমিরের মতো মুখ দেখতে মাছ উদ্ধার জলপাইগুড়ি করলা নদী থেকে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ অক্টোবর : করলা নদী থেকে ধরা পড়লো এক বিরল প্রজাতির মাছ। জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পরেশ মিত্র কলোনী লাগোয়া করলা নদী থেকে এক মৎস শিকারী মাছটিকে ধরে। মাছটিকে দেখতে ভিড় জমে যায় রাস্তায়। অনেক উৎসাহী মানুষেরা গাড়ি থামিয়েও মাছ দেখতে দাঁড়িয়ে পড়ে।

মৎস্য শিকারি মনোজ রাহুত বলেন, প্রতিদিনের মতো এদিন আমি নদীতে মাছ ধরতে যাই। দেখি নদীর কিনারে কি যেন লাফাচ্ছে। সামনে গিয়ে জলের থেকে ঐ মাছটিকে হাত দিয়ে ধরি।

Rare fish rescued from Jalpaiguri Karla river

তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে এই নদীতে মাছ ধরে আসছি। এই ধরনের মাছ আমি আগে কোনো দিন দেখিনি। মাছটির কুমিরের মতো মুখ আর বড়ো বড়ো দাঁত। মাছ দেখতে প্রচুর মানুষ ভিড় করছে। শহরের এক বাসিন্দা বিজয় মাহাতো বলেন, এই ধরনের মাছ করলা নদীতে এই প্রথম দেখলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *