সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ জুলাই ২০২২ : ফের বিরল প্রজাতির সাপ উদ্ধার হল জলপাইগুড়িতে। সাপটির নাম “কোরাল রেড কুকরি স্নেক”। জলপাইগুড়ি শহরের তোড়লপাড়া কাঠের ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয় সাপটি।উদ্ধার হওয়া সাপটিকে বন্যপ্রাণী বিভাগের হাতে সাপটিকে তুলে দেওয়া হবে। জলপাইগুড়ির গ্রীন লিফ সংগঠনের পরিবেশ প্রেমীরা বিরল প্রজাতির কোরাল রেড কুকরি নামে এই সাপটিকে উদ্ধার করেন। তোড়লপাড়া কাঠের ব্রিজ এলাকায় স্থানীয় বাসিন্দার বাড়ির শোবার ঘরে সাপটি ঢুকে পরেছিল। সাপএর খবর পেয়েই ছুটি যান গ্রিন লিফ নামে পরিবেশ প্রেমী সংগঠনের সদস্য দেবার্ঘ্য রক্ষিত। তিনি জানান কমলা রং এর এই সাপটি খুবই বিরল প্রজাতির বলে জানা গেছে। জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু এলাকা থেকে এর আগেও এই সাপ উদ্ধার হয়েছে। আজ বন দপ্তরের হাতে সাপটি তুলে দেওয়া হবে।
