ব্যারাকপুর: বাংলাদেশ থেকে এসে তৃণমূলের ঝান্ডা ধরলেই রেশন কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ড পাওয়া যায়—এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার ব্যারাকপুরে দলের সদস্যতা অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল সরকার বাংলায় বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দিয়ে তাঁদের বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দিচ্ছে। তিনি বলেন, “বাংলায় তৃণমূলের ঝান্ডা ধরলেই সব পাওয়া যায়। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি।” পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, “যারা একটা ছোট রাজ্য সামলাতে পারছেন না, তারা কেন্দ্রের ওপর দোষ চাপাচ্ছেন। সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রী চিন্তিত নন। তিনি শুধু নিজের পার্টি আর ভাইপোর ভবিষ্যৎ নিয়ে ভাবছেন।”

এছাড়াও রাজ্যে ক্রমবর্ধমান অপরাধের দিকে ইঙ্গিত করে দিলীপ ঘোষের মন্তব্য, “বিহার ও উত্তরপ্রদেশ থেকে গ্যাংস্টাররা এসে খুন করে পালাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী তা দেখেও চোখ বন্ধ করে আছেন।”
এদিকে, নতুন বছরে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের দাবি, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আরএসএস-এর অনুমোদনের অপেক্ষায় রয়েছে বিজেপি। সেখানে দিলীপ ঘোষই এগিয়ে রয়েছেন বলে সূত্রের খবর।
বঙ্গের রাজনীতিতে দিলীপ ঘোষের এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে।